Posts

Showing posts from May, 2020

Reporter needed

Image
অনলাইন পত্রিকায় সংবাদ সংগ্রহের জন্য রাজ্যের সব জেলা ব্লক ও গ্রাম এ পুরুষ ও মহিলা সংবাদ প্রতিনিধি নিয়োগ করা হবে ।  আগ্রহীরা ইমেইলে সিভি সহ ছবি পাঠান ।  সাথে নিজের লেখায় আপনার এলাকার একটি সংবাদ র উপর লেখা পাঠান । এলাকার বাইরে কাজ করতে হবে না । Its a Volunteer based, Only Experience Certificate will be issued. uttorbartanews@gmail.com

Thakur Bani

Image
ঠাকুর বাণী "আপনার কার্য্যে অনুরাগ বৃদ্ধি সম্বন্ধেই গুরু বলিয়াছেন- অনুরাগী হইলে পতন হয় না। লেখা পড়া শিখিতে চেষ্টা রাখা ভালই ইহাতে সাধন ভজন নষ্ট হয় না।" বেদবানী: ৪/১০৬ "নিত্য নৈমিত্তিক কর্ম্ম যাহা করিতে হইবে তাহা সকলই গুরুর উপর রাখিয়া যথা যথা সময় পাইবেন সেই অনুযায়ীই কার্য সম্পাদন করিতে চেষ্টা রাখিবেন। যখনকার যে কার্য্য তখনের জন্য তাহাতেই মনকে নিবেশ করিতে চেষ্টা করাই ধর্ম্ম। নিজের কর্ম্ম মনে না করিয়া গুরুর উদ্দেশ্যে কর্ম্ম করাই ধারণা। এই প্রকার করিতে করিতে সংসার বন্ধন ক্ষয় হয় অন্য কোন চিন্তা করিবেন না সকল ভার গুরুকে দিয়া ভ্রাতৃ আজ্ঞা পালনে যত্নশীল হউন।" বেদবাণী: ৪/৬০ "কাঠের মালা গলায় দিলেই তুলসী ধারণ করা হয় না। বেদই পূজা করে। নাম করিবেন। নাম করিবেন। নাম করিলেই ধাম মুক্ত হইয়া যাইবে।" বেদবানী: ৪/২৪                                     বাণী "মনের দ্বারা যে ভালবাসা আহরণ হয় তাহা ভালবাসা থাকে না। কারণ সেটি মাত্র দেহ প্রবর্ত্তন থাকে। কিন্তু ঘুমাইলে কেহ থাকে না। দেহ মন বুদ্ধি [?] ধন জন বৈভবাদি অহংক...

Thakur Kotha

Image
ঠাকুর কথা । "লোকের কথায় কি যায়? সত্যের আবরনই রজঃ তমঃ, একেই ম্লেচ্ছ অর্থাৎ ময়লা বলে। সত্য কখনও মলিন হয় না। যে যাহা বলুক, যে যাহা করুক সর্ব্বদাই সহিষ্ণুতাকে আশ্রয় করিয়া সহ্য করিয়া কেবল গুরু স্মরণ করিবে।" বেদবানী: ৩/ ১৩৪ "মিত্রভাব সর্ব্বদাই সর্ব্বভূতে ঈশ্বরের অস্তিত্ব দর্শন, ঈশ্বরকে ভালবাসা। সকলের মধ্যেই আত্মার মত অর্থাৎ আপন শরীরে যেমন সুখ-দুঃখ অনুভূতি হয়, তদ্রূপ পরদেহে আপন দেহের মত সুখ-দুঃখ বোধ করিতে পারিলে মিত্রভাব হয়। ইহাই প্রেম বলে, পরহিতে রত ইহাই মিত্রভাব। ইহা যদি স্থায়ী হয় তাতেই সর্ব্বদা মিত্রভাবে ভগবানকে পায়।" বেদবানী: ২/১৩৬

জয়রাম

Image
বেদবানী "নাম প্রাণে করে। ঘুমাইলে জীবের নাম হয়, সেই নাম জাগরণে বিলুপ্ত হইয়া বহু অংশে নানান আখ্যা ধারণ করিয়া নানান রূপে রসে আকৃষ্ট থাকায় নাম যে সর্ব্বদা হয় তাহা জানিতে না পারিয়া প্রকৃতির গুনের দ্বারায় মন বুদ্ধির বৈগুন্যতা দ্বারা নানান বাসনা করিয়া বন্দী হইয়া পড়ে। তাতেই নানান উপাধি মণ্ডিত হইয়া ভাগ্যবশে সুখদুঃখ জন্মমৃত্যু এড়াইতে পারে না। অতএব ধৈর্য্য ধরিয়া প্রানের নিকট থাকিবেন, তবেই নাম শুনিতে পারিবেন।" বেদবানী: ২/১৭