Thakur Bani
ঠাকুর বাণী
"আপনার কার্য্যে অনুরাগ বৃদ্ধি সম্বন্ধেই গুরু বলিয়াছেন- অনুরাগী হইলে পতন হয় না। লেখা পড়া শিখিতে চেষ্টা রাখা ভালই ইহাতে সাধন ভজন নষ্ট হয় না।"
বেদবানী: ৪/১০৬
বেদবানী: ৪/১০৬
"নিত্য নৈমিত্তিক কর্ম্ম যাহা করিতে হইবে তাহা সকলই গুরুর উপর রাখিয়া যথা যথা সময় পাইবেন সেই অনুযায়ীই কার্য সম্পাদন করিতে চেষ্টা রাখিবেন। যখনকার যে কার্য্য তখনের জন্য তাহাতেই মনকে নিবেশ করিতে চেষ্টা করাই ধর্ম্ম। নিজের কর্ম্ম মনে না করিয়া গুরুর উদ্দেশ্যে কর্ম্ম করাই ধারণা। এই প্রকার করিতে করিতে সংসার বন্ধন ক্ষয় হয় অন্য কোন চিন্তা করিবেন না সকল ভার গুরুকে দিয়া ভ্রাতৃ আজ্ঞা পালনে যত্নশীল হউন।"
বেদবাণী: ৪/৬০
বেদবাণী: ৪/৬০
"কাঠের মালা গলায় দিলেই তুলসী ধারণ করা হয় না। বেদই পূজা করে। নাম করিবেন। নাম করিবেন। নাম করিলেই ধাম মুক্ত হইয়া যাইবে।"
বেদবানী: ৪/২৪
বেদবানী: ৪/২৪
বাণী
"মনের দ্বারা যে ভালবাসা আহরণ হয় তাহা ভালবাসা থাকে না। কারণ সেটি মাত্র দেহ প্রবর্ত্তন থাকে। কিন্তু ঘুমাইলে কেহ থাকে না। দেহ মন বুদ্ধি [?] ধন জন বৈভবাদি অহংকার কিছুই থাকে না। এই অবস্থাকে অহেতুকী ভালবাসা হেতুবর্ত্ত দেহের ভালবাসা থাকে না। এই অবস্থা হইল প্রেম। দেহের দেহীর প্রেম হয় না ভালবাসা ও সেই রকম। চন্ডীদাস রামীর ভালবাসায় ইন্দ্রিয় ছিল না। তুলসীদাসের যে ভালবাসা সেটি অতিন্দ্রিয়। ইহাই দুই প্রকৃতির ভালবাসা কিন্তু মনের নয়। জাগিয়া মনের দ্বারা ভালবাসা যাহা ঘটে তাহাতে ঋণ পাশে বন্দী হয়। স্বাভাবিক ভালবাসা যেমন বালক বালিকার অহেতুকী ভালবাসা তাতে কোন ইন্দ্রিয়ের যোগ নাই জানিবেন। ব্রজগোপীর ভালবাসা সেইরূপ অবিচ্ছেদ জানিবেন। স্বপনে জাগরণে সুষুপ্তিতে ভালবাসা বিলোপ হয় না। যখন আপনার বুদ্ধি মন সকল হইতে উদ্ধার হইবে তখনই। তখনই সমস্তের মিমাংসা আপনে হইবে জানিবেন। সত্যং পরং ধীমহি। সত্যের বিয়োগ নাই। অসত্যের কখন যোগ হয় না। যখন অহেতুকী ভালবাসা মিলে তখন দেহ বোধ থাকে না। বর্ত্তমানে কাম আত্মা ভালবাসা ইহা সকলি স্বার্থপর ভালবাসা।"
বেদবাণী:৪/৩১
বেদবাণী:৪/৩১
Comments
Post a Comment